সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ.মতিন মেমোরিয়াল বি.এন.এস.বি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখের ছানি অপারেশন ও কৃতিম লেন্স সংযোজনের জন্য সলঙ্গা অঞ্চলের দুস্থ-অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় ১৩জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা করেছে।
চক্ষু শিবিরে আগত ১৫৫ জন সাধারণ চোখের রোগীকে চক্ষু সেবা প্রদান এবং ১৫ জন রোগীকে স্বল্প মূল্যে/বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করে চক্ষু হাসপাতালের গাড়ি দ্বারা তাদেরকে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে ভর্তি করে অপারেশন ব্যবস্থা করা হয়েছে।
সলঙ্গা অঞ্চলে ইসলামি আদর্শে পরিচালিত ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসার এমন স্বাস্থ্যসেবার আয়োজনে সলঙ্গাবাসী কৃতজ্ঞতা প্রকাশসহ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেছে।