বগুড়ার দুপচাঁয়িা উপজেলার তালোড়ার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত ১১ জুলাই বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মোনওয়ারুল করিম তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উম্মে কুলসুম জেসমিন আরা এবং বিপ্লব কুমার কুন্ডুর সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মহাঃ জিয়াউল হক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ৪ এপিবিএন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক (পি আর এল) ড. মোহাম্মদ মুনসুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্Íর ঢাকা এর অবসরপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর সঞ্জীব কুমার হালদার, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রী কলেজের অবসারপ্রাপ্ত অধ্যক্ষ আহসানুল করিম মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণুালয়ের সুপারিশ প্রাপ্ত সহকারী সচিব মাহফুজুল ইসলাম মিঠু প্রমূখ। পরে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।