শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

২৭ জুলাই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন!

মুক্তার শেখ, বগুড়া
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬১

 

মুক্তার শেখ, বগুড়া

বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। গত বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল আলম মামুন অভিযোগ করেন ব্যালটে তাকে বরাদ্দ দেওয়া প্রতীকের সাথে বগুড়া নির্বাচন অফিস কর্তৃক দেওয়া প্রতীকের কোন মিল ছিল না। এই অভিযোগ তুলে তিনি ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিতের আবেদন জানান।

এর প্রেক্ষিতে ওই পদে নির্বাচন স্থগিত করে অন্য দু’টি অর্থাৎ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথারীতি ভোট গ্রহণ করা হয়। পরে ৯ জুন ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়। ইফতারুল হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ৭ জুন আদালতের আদেশে ৯ জুনের ভোটগ্রহণ দ্বিতীয় দফায় স্থগিত ঘোষণা করেন। দ্বিতীয় দফা স্থগিতের পর গত বুধবার নির্বাচন কমিশন আগামী ২৭ জুলাই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আগামী ২৭ জুলাই ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের স্থগিতকৃত ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে ওইদিন শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com