মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ার পিবিআই এসপি দুঃখ প্রকাশ করায় সাংবাদিকদের কর্মসূচি স্থগিত

মুক্তার শেখ, বগুড়া
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২৬

বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়নের সাথে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) বগুড়ার পুলিশ সুপারের(এসপি) অশোভন আচরণের ঘটনায় গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওই ঘটনায় পিবিআই বগুড়ার এসপি কাজী এহসানুল কবীর দুঃখ প্রকাশ করে প্রেসক্লাব সভাপতিসহ বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তাঁর ছেলে অসুস্থ থাকার কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলবেন। তার দুঃখ প্রকাশ করা বক্তব্যে সাংবাদিক সংগঠনের যৌথ সভায় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে), সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) ও বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মানিক, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, সহ-সভাপতি চপল সাহা, মোহন আখন্দ ,ফরহাদুজ্জামান শাহী, যুগ্ম সম্পাদক প্রবীর মোহন্ত, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কাওছার উল্লাহ আরিফ, সাবেক সভাপতি মোমিনুর রশিদ সাইন, আসাফ উদ দৌলা ডিউক, ইলিয়াস হোসেন, মামুন উর রশিদ, তানসেন আলম, সাবু ইসলাম,আবুল কালাম আজাদ, সঞ্জু রায়, রাজু আহমেদ, শফিকুল ইসলাম শফিক, এম সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম, সঙ্গিত রায় বাপ্পী প্রমুখ। উল্লেখ্য, গত ৯ জুলাই বগুড়া থেকে নিখোঁজ একই পরিবারের ৭ সদস্য উদ্ধারের বিষয়ে তথ্য জানতে মুঠোফোনে যোগাযোগ করলে বগুড়া প্রেসক্লাব সভাপতির সঙ্গে অশোভন আচরণ করেন পিবিআই পুলিশ সুপার। ওই ঘটনায় ক্ষুব্ধ বগুড়ার সাংবাদিকগণ বৃহস্পতিবার কর্মসূচি গ্রহণের লক্ষে যৌথ সভা আহবান করেছিল।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com