বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত : ওবায়দুল কাদের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৫৯
কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত : ওবায়দুল কাদের
কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব ক্লাসে ফিরে যেতে।

আজ বুধবার (১০ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার আগেই চাকরির ক্ষেত্র কোটামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই এই সমস্যার সমাধান আসবে।
তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেলো কি না তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কী করা হবে এখনই এসব বলা সমীচীন হবে না, সে বিষয়ে ভাবছিও না, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের যোগাযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই সমস্যার সমাধান হবে।’

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে ওনার রাত্রিযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন। অনেকে এ বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com