বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

বর্তমান সরকার জনগণের সরকার : এমপি বাঁধন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৪
বর্তমান সরকার জনগণের সরকার : এমপি বাঁধন
বর্তমান সরকার জনগণের সরকার : এমপি বাঁধন

আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। দেশের প্রতিটি পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আজ বুধবার (১০জুলাই) দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। আমি চাই আপনাদের তথা এলাকার উন্নয়ন। তাই জাতি ধর্ম, দল মত নির্বিশেষে আপনাদের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

অনুষ্ঠানে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ২০২৪-২৫ অর্থ বছরের ৬২কোটি ৮০লাখ ৮৫হাজার ৪’শ ৩১টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৬২কোটি ৮০লাখ ৮৫হাজার ৪’শ ৩১টাকা ও ব্যয় ৬২কোটি ৫লাখ ৯৭হাজার ৯’শ ২০টাকা এবং উদ্বৃত্ত ৭৪লাখ ৮৭হাজার ৫’শ ১১টাকা। এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার মুক্তা, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌরবাসী মিজানুর রহমান খান সেলিম, মাকসুদুর রহমান মুকুল, আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান মাষ্টার, উজ্জল চক্রবর্তী শিশির প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com