মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

গাইবান্ধা ফুলছড়ির চরাঞ্চলে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৫

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বন্যার পানিতে কৃষকের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম দুচিন্তায় পড়েছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে প্রান্তিক চাষিদের শত শত বিঘার উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের এখন কপালে হাত উঠেছে। ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন প্রান্তিক কৃষকরা।

ফুলছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া জানায়, টানা ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে উপজেলার শত শত কৃষকের ক্ষেতের পাট, আউশ ধান, আমন বীজতলা, শাক সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলাজুড়ে এবারের বন্যায় আউশ ধান ৩৭৫ হেক্টর, আমন বীজতলা ১১৪ হেক্টর, পাট ১৫৫০ হেক্টর ও বিভিন্ন শাক সবজি ৪২ হেক্টর জমি পানির নিচে তলিয়ে সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গেছে।

এরেন্ডা বাড়ি ইউনিয়নের কৃষক জহুরুল হক ও বাবুল জানান, টানা ভারি বৃষ্টিপাতে দুজনের ২০ শতক জমির পটল কাঁকরোল ও তিল একবিঘার গাছ মরে গেছে। তারা খরচ করেছেন প্রায় ৫০০০০ হাজার টাকা। ইতিমধ্যে তাহারা মাত্র ১২ হাজার টাকার মতো পটল ও কাঁকরোল বিক্রি করেছেন।

এরই মধ্যে গত ৭ দিনের টানা বৃষ্টিপাতে পটল ও কাঁকরোল ক্ষেত তলিয়ে যাওয়ায় পুরো পটলক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ও এক বিঘা জমির তিল নষ্ট হয়ে গেছে।যেটুকু অবশিষ্ট ছিল সেটাও আবার উজান থেকে নেমে আসা পানিতেই শেষ হয়ে গেছে। তারা ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা ও বীজ ধান,সারসহ দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com