মুক্তার শেখ, বগুড়া
বগুড়ায় সকাল থেকে নিখোঁজের পর পুকুর থেকে দুই বোনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারসহ ওই এলাকায় চলছে শোকের মাতম। রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার অটোরিকশাচালক হাবিব ইসলামের মেয়ে হিমা (৫) ও জান্নাত (২)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। স্বজনরা জানান, সকাল ১০টা থেকে শিশু হিমা ও জান্নাত নিখোঁজ ছিল।
পরে তাদের খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাদের মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিক এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।