দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক চাঁন মিয়া(৫০) নিহত হয়েছেন। নিহত চাঁন মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা কলেজগেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে।
এ ঘটনায় ট্রাকের হেলপার একই জেলার মুক্তাগাছার তারাটি গ্রামের মাহফুজ(১৮) ও ভটভটির(নছিমন) চালক নওগাঁর মহাদেবপুর উপজেলার বুজরুব বড়াইল এলাকার ইয়াকুব(৩৮) আহত হয়েছেন। গত ৭জুলাই রোববার সকাল সাড়ে ৭টার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় নওগাঁগামী ধান বোঝাই একটি ট্রাকের(ঢাকা মেট্রো-ট-১৬-০৪১৬) সঙ্গে বগুড়াগামী ধানের তুষ বোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভটভটির সামনের লোহার এঙ্গেলের আঘাতে ট্রাক চালক চাঁন মিয়া মারাত্বক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভটভটি চালক ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) এ প্রেরণ এবং ট্রাকের হেলপার মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, নিহত ট্রাক ড্রাইভারের বাড়িতে খবর দেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।