বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

আদমদীঘিতে ক্ষুরা রোগে মারা যাচ্ছে গরু, দুশ্চিন্তায় খামারিরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৪৯
আদমদীঘিতে ক্ষুরা রোগে মারা যাচ্ছে গরু, দুশ্চিন্তায় খামারিরা
আদমদীঘিতে ক্ষুরা রোগে মারা যাচ্ছে গরু, দুশ্চিন্তায় খামারিরা

হঠাৎ বগুড়ার আদমদীঘিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে গরুর ক্ষুরা রোগ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপজেলার সান্তাহার ইউপি’র দমদমা গ্রামে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ২৫ টি গরু মারা গেছে বলে অভিযোগ করেছেন খামারি ও কৃষকরা। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে এলাকার বেশিরভাগ গবাদি পশু।

দমদমা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাসান বলেন, তার খামারে পালিত ১২ টি গরুর মধ্যে কোরবানির ইদে ৯ টি গরু বিক্রি করেছিলেন। বাঁকি তিনটির মধ্যে হলস্টিন ফ্রিজিয়ান জাতের (১২০০ কেজি ওজন) গরুটি হঠাৎ ক্ষুরারোগে আক্রান্ত হয়ে রবিবার সকালে মারা যায়। এতে তিনি সাড়ে ৪ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন।

ওই গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া জানান, এক সপ্তাহের ব্যবধানে গ্রামে প্রায় ২৫-৩০ টি গরু মারা গেছে। একটি পাড়াতেই ১৫-২০টি গরু মারা গেছে। অসংখ্য গরু আক্রান্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারীরকে পরামর্শ দেওয়ার জন্য আসতে দেখা যাচ্ছে না। ফলে খামারী ও কৃষকরা তাদের গরু নিয়ে হতাশায় ভুগছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমিরুল ইসলাম বলেন, গ্রামজুড়ে গরুর রোগ ছড়িয়ে পড়ার খবর পেয়ে রবিবার সকালে ওই গ্রামে গেছিলাম। ওই গ্রামের যেসব গরু মারা গেছে সেগুলো ক্ষুরা রোগে আক্রান্ত ছিলো। এজন্য অন্য যেসব গরু আক্রান্ত হয়েছে প্রত্যেক খামারির বাড়িতে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। খামারি হাসানের গরু গুরুতর অসুস্থ ছিলো না। হঠাৎ মারা গেছে। এই রোগ থেকে প্রতিকার পেতে আগে থেকে টিকা দিতে হবে। তা না হলে ক্ষুরা রোগে আক্রান্ত গরুকে ওষুধ ও ভ্যাকসিন দেওয়ার পরেও বাঁচানো সম্ভব হয় না। তারপরও এসব বিষয় জেলা প্রাণিসম্পদ দপ্তরে জানানো হয়েছে। সম্ভবত সেখান থেকে একটি টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com