মুক্তার শেখ, বগুড়া
বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টে শাহ্ সুলতান কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ৩-১ গোলে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে।
মঙ্গলবার বগুড়ার বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন সিআইপি, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, খাজা আবু হায়াত হিরু, এ্যাডোনিস বাবু তালুকদার, জামিলুর রহমান জামিল, জাকিয়া সুলতানা আলেয়া, শফিকুল ইসলাম বাবু, স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ আশিক ইকবালসহ দুই কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অবদা টুর্ণামেন্ট হয়েছে রানারআপ দলের বিজয় কুমার, সর্বোচ্চ গোলদাতা গাবতলী কলেজের সৌরভ।