বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বেলা ১২ টায় আদমদীঘি সোনালী ব্যাংকের নীচে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেনজীর রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জল, সবুর খান, মমিন খান, মিজানুর রহমান, পবিত্র কুমার, হেদায়েতুল ইসলাম নয়ন, পত্রিকা বিক্রেতা ও এজেন্ট আব্দুর রহমান, মুকুল মন্ডল, মকলেছার রহমান, লোকমান হোসেন প্রমুখ।
ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে আদমদীঘিতে কর্মরত সকল সংবাদপত্র কর্মিদের ঐক্যবদ্ধ কর্মপন্থা অবলম্বনসহ সাংগঠনিক কতিপয় গুরুত্বপুর্র্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।