মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বাগেরহাটের রামপালে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি 
  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৮
বাগেরহাটের রামপালে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি
বাগেরহাটের রামপালে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি

বাগেরহাটের রামপালে জমির বিরোধে প্রবীণ দম্পতিকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। জামিনে বের হয়ে এসে প্রকাশ্যে মামলা তুলে না নিলে আবারো হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন আসামীরা। এতে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগেছেন অসহায় ওই ভুক্তভোগীরা। তারা পুলিশের নিরাপত্তার দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ছোট নবাবপুর গ্রামের সামসুর রহমান গরু কেনাবেচার ব্যবসা করেন। তিনি গত ইংরেজি ৪ মে ভোর সাড়ে ৫ টায় গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূরে গেলে একই গ্রামের আসামী মো. বজলুর রহমানের বাড়ির সামনে গেলে বজলুর রহমান মোল্লা, বাবলুর রহমান মোল্লা, আশিকুর রহমান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা, আসিয়া খাতুন, কাকলী বেগম, শাওন শেখ ও খাদিজা বেগমসহ অজ্ঞাত ৩/৪ জন সামসুর রহমানের উপর হামলা করে। তারা রামদা, রড, লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা করেন। ওই সময় সকলে মিলে মারপিট করে তাকে গুরুতর আহত করেন। বৃদ্ধ সামসুর রহমানের ডাক চিৎকারে তার স্ত্রী আসমা বেগম ছুটে এলে আসামীরা তাকেও মারপিট করে গুরুতর আহত করেন। ওই সময় আসামীরা গরু ক্রয়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

আসামীদের হুমকির মুখে দীর্ঘ প্রায় একমাস পরে চিকিৎসা শেষে গত শুক্রবার রাতে রামপাল থানায় মামলা করেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করে বলেন, মামলা করায় আসামীরা আবারো মারপিটের হুমকি দিচ্ছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি বলেন তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্যে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com