বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা বাড়িঘর ছেড়ে অন্যের বাড়িতে অবস্থান করছেন। প্রায় পাঁচ দিন অতিবাহিত হলেও ওই বৃদ্ধার নাম পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার (২৪) জুন সকাল আনুমানিক ১০টার সময় অজ্ঞাতনামা বৃদ্ধা(৭০)কে উপজেলার তালোড়া পৌর এলাকার সাবলা পূর্বপাড়ার ক্লাব ঘরে বসে থাকতে দেখেন মহল্লার লোকজন। রাতেও ওই বৃদ্ধাকে ক্লাব ঘরে অবস্থান করতে দেখে স্থানীয় লোকজন বিদ্যুতের লাইন ম্যান আছির উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। এসময় বৃদ্ধা অসুস্থ ছিলেন। আছির উদ্দিনের ঐকান্তিক চেষ্টায় বৃদ্ধা বর্তমানে সুস্থ রয়েছেন। তবে তিনি নিজের নাম ও ঠিকানা বলতে পারেন না। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধার পড়নে ছিল খয়েরী রঙের ম্যাস্কি। বর্তমানে ওই বৃদ্ধা আছির উদ্দিনের বাড়িতেই রয়েছেন।
এ ব্যাপারে আছির উদ্দিন জানান, পাঁচ দিন যাবত ওই বৃদ্ধা আমার বাড়িতে রয়েছেন। বৃদ্ধাটি মানসিক ভারসাম্যহীন। সঠিকভাবে তিনি তার পরিচয় দিতে পারছেন না। এখন পর্যন্ত কেউ তার খোঁজ নেননি। যদি কেউ তার পরিচয় জানতে পারেন তাহলে ০১৭৩৪-৬২৫২০০নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, খবর পেয়ে আছির উদ্দিনের বাড়িতে গিয়ে ওই বৃদ্ধাকে দেখেছি। তার পরিচয় জানার জন্য চেষ্টা করছি।