বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকু ও নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৮জুন) দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির সামনে থেকে একটি বার্মিজ চাকুসহ সাব্বির হোসেনকে এবং ডহরপুর বস্তির সামনে থেকে শিপন ইসলাম ওরফে নরেশ ওরফে রবিনকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির হোসেন আদমদীঘি উপজেলার ছোটআখিড়া গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে ও শিপন ইসলাম ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় কতিপয় ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিক্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার ও তার শরীর তল্লাশি করে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার ডহরপুর গ্রামস্থ বস্তির দক্ষিণে মহাসড়কের পাশ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিপন ইসলাম ওরফে নরেশ ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।