বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ জুন) বেলা ১২টায় পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৪০ টাকা।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন সান্তাহার সাইলো অধীক্ষক শাহারিয়ার মো. সালাউদ্দীন, পৌরসভার অসবরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ঠিকাদার নিসরুল হামিদ ফুতু, সান্তাহার শহর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন বসাক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনূকুল প্রমূখ।