পূর্ব শত্রুতার জের ধরে মোংলায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষরা। আহত মাছ ব্যবসায়ী মুজিবর হাওলাদার (৫৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আহত মুজিবর উপজেলার উত্তর মালগাজী গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে আটক করে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার প্রেক্ষিতে জানা গেছে, গত সোমবার (২৪জুন) সন্ধ্যায় মোংলা পোর্ট পৌর শহরের প্রধান মাছ বাজারে মুজিবরের মাছের দোকানের সামনে প্রতিপক্ষের লোকজন পূর্বের বিরোধ ধরে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় আমিন নিকারী (৫২) ও মোহাম্মদ আলী নিকারী (৪৪) মুজিবরকে ঝাপটা দিয়ে ধরেন আর সজিব নিকারী (২২) ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা মুজিবরের দোকানের ক্যাশে থাকা ৬০হাজার ৫৩০টাকা লুটে নেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মুলত গত ৯জুন অনুষ্ঠিত মোংলা উপজেলা পরিষদ নির্বাচনীকে ঘিরে এ বিরোধের সূত্রপাত। আমিন, মোহাম্মদ আলী ও সজিব গেল উপজেলা নির্বাচনে পরাজিত আনারস প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনের কর্মী সমর্থক ছিলেন, আর মুজিবর ছিলেন জয়ী চিংড়ি প্রতীকের প্রার্থী আবু তাহের হাওলাদারের সমর্থক।
এ ঘটনায় আহত মুজিবরের স্ত্রী ফাতেমা বেগম (৫২) বাদী হয়ে ৪জনকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি সজিব নিকারী (২২)কে আটক করে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, মামলার বাকি তিন আসামিকে গ্ৰেফতারেও পুলিশের তৎপতা চলছে। #