বগুড়া জেলা কারাগার থেকে চারজন ফাঁসির আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলা করার অভিযোগে তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া এ খবরের বিষয়ে বগুড়ার জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি এ ধরণের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন।
কারণ এটা আইজি প্রিজন বা কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।