দুপচাঁচিয়া পৌরসভার শহর সমন্বয় কমিটি(টিএলসিসি) এর সভা গত ২৫জুন মঙ্গলবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইদ্রিস আলী, মহিদুল ইসলাম সরদার, জাহানারা বেগম, পৌর কাউন্সিলর আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, এসএম কায়কোবাদ, রেজানুর তালুকদার রাজিব, সংরক্ষি মহিলা কাউন্সিলর নিপা বেগম, শিল্পী খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, শহর সমন্বয় কমিটির সদস্য হাফিজান রহমান মাষ্টার, আলমগীর শেখ এটম, আব্দুর রশিদ, মাকসুদার রহমান মুকুল, ফজলুল হক, আনোয়ার উল আজাদ লিটন, সৈয়দ গোলাম আজাদ, রেখা বিবি, সাজেদা বিবি প্রমুখ। উক্ত সভায় ২০২৪-২৫অর্থ বছরের ৫৮কোটি ৩৫লাখ ২৯হাজার ৪৩১টাকার সম্ভাব্য খসরা বাজেটের উপর খাতওয়ারী বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং সমাধানে পৌরসভার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।