বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের লিয়াকত হোসেন রাজার মেয়ে রুফাইদা আনসারিয়া স্বর্ণ পদক ও ছেলে সাইব আহম্মেদ রৌপ্যপদক অর্জন করেছেন।
জমজ ভাই -বোনের সাফল্যে এলাকার লোকজনের মুখে মুখে চলছে তাদের সাফল্যের কাহিনী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)আয়োজনে ১ম বিকেএসপি কাপ ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো প্রতিযোগিতা জুনিয়র ৫২ কেজি ওজন শ্রেণীতে বগুড়া জেলা তায়কোয়ানদো ইউনিয়ন হতে বিকেএসপির পক্ষে খেলোয়াড় দুপচাঁচিয়ার মেয়ে রুফাইদা আনসারিয়া চ্যাম্পিয়ন হন।
গত ১২-১৩ জুন বিকেএসপি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন রুফাইদা আনসারিয়াকে স্বর্ণপদক ও সাইব আহম্মেদকে রৌপ্যপদক প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ মিজানুর রহমান।
রুফাইদা আনসারিয়া দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্রী। তাঁকে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন সম্মাননা স্বারক উপহার হিসাবে অর্থ ও সার্বিক সহযোগিতা জন্য আশ্বাস প্রদান করেন।সাইব আহম্মেদ বিকেএসপির অষ্টম শ্রেণির ছাত্র ও তায়কোয়ানদো খেলোয়াড়।
তায়কোয়ানদো শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া ও বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এবং ব্যাডমিন্টন গ্রাউন্ড দুপচাঁচিয়া উপজেলা শাখার প্রশিক্ষক লিয়াকত হোসেন রাজা জমজ সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।