বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাদেকুল ইসলাম(১৭) ও একই এলাকার নবাব আলীর ছেলে মোকাদ্দেস(১৭) ।
গত২৬জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া জেকে কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সাদেকুল ও মোকাদ্দেস মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিক থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। জেকে কলেজ গেটের সামনে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী রাস্তার ওপর পরে যায়।
এতে মোকাদ্দেস ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাদেকুলকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। মোকাদ্দেস নিয়াপাড়া দাখিল মাদ্রাসা ও সাদিকুল মতুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে এইবার এসএসসি পাস করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইসচার্জ সনাতন চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।