গতকাল সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট বগুড়া ইউনিটের আয়োজনে ও IFRC'র ডিজাস্টার রিলিফ ইমারজেন্সি ফান্ড (DREF) সহযোগিতায় অতিরিক্ত তাপদাহের ফলে শ্রম ও পেশাজীবী জনসাধারণের মাাঝে ১ম দিনের কর্মসূচি পালন কারা হয়।
এতে ১১০০ পিস বিশুদ্ধ খাবার পানির বোতল, তাপদাহে সুরক্ষার জন্য রিকশাচলাকদের মধ্যে ২০০ পিস ক্যাপ ও সচেতনতা বৃদ্ধিতে ২০০০ লিফলেট বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড. মকবুল হোসেন মুকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এ,কে, এম সুরুতজামান, ইউনিট কার্যনির্বাহী সদস্য আলী এখতিয়ার তালুকদার তাজু ও ডা. সামির হোসেন মিশু। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান মোঃ রায়হান খন্দকার ও সাবেক যুব প্রধান ও সাবেক কার্যনির্বাহী সদস্য সহ স্বেচ্ছাসেবক বৃন্দ।
সাতমাথা এলাকায় অর্ধদিনব্যাপী এই কার্যক্রমে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম তপু কার্যক্রম তদারকি করেন।