গত ২৩ জুন গোলাম রসুল (২২), পিতা-মৃত ইউনুস আলী, থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ২০ জুন তার ভাই শাহীন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সড়িয়ে দেয়।
এরই সূত্র ধরে গত ২২ সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭ টায় তার পিতা ইউনুস আলী (৫৫) কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে আসামীগণ এলোপাথারী মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা নং-৬৫, তারিখ ২৩/০৬/২৪ ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। আজ মঙ্গলবার ২৫ জুন র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর যৌথ অভিযানে রংপুর সদর থানার নাজিরনগর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী আব্দুল ওয়াহাব (৩৭), পিতা- মোঃ জিল্লার মন্ডল, গ্রাম বালা কৈগাড়ী, থানা ও জেলা - বগুড়া’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।