নওগাঁয় নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসিওয়াচের আয়োজনে সোমবার দুপুরে শহরের ম্যানিলা হলরুমে নওগাঁর নাগরিক প্লাটফর্মের সভাপতি মো: ফজলুল হক খাঁনের সভাপতিত্বে সংলাপে ডেমক্রেসিওয়াচের পটভ’মি, মিশন, ভিশন, উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন ডেমক্রেসিওয়াচের ক্লাষ্টার কো-অডিনেটর এসএএম মঈন।
ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের মাধ্যমে দেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংলাপে সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারভীন আক্তার, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাহিদ সরদার অংশগ্রহণ করেন।
সংলাপে বিভিন্ন সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। সংলাপে নওগাঁ পৌরসভা, জেলা পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাগরিক প্লাটফর্ম, যুব ফোরামের সদস্যসহ ৩০জন সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন। এছাড়াও ডেমিক্রেসিওয়াচের মনিটরিং ও রির্পোটিং কো-অডিনেটর মো: জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়কারী মো: কামাল হোসেন, সিনিয়র ফিল্ড অফিসার মোছা: রিমা আক্তার প্রমুখ।