বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় পথচারী নারী সহ দুইজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বগুড়া-নওগাঁ মহাসড়কে বিবিরপুকুর বাসষ্ট্যান্ডের পশ্চিমে ।
নিহতরা হলেন উপজেলার নারহট্র ইউনিয়নের লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে শওকত ইসলাম মিঠু (২0) ও একই গ্রামের রোস্তম আলী মেয়ে রত্না (৩3)।
গত ২৩ জুন রবিবার সকালে শওকত ইসলাম দুপচাঁচিয়া বাজারে গরুর দুধ বিক্রি করতে যাবার সময় গাড়ির জন্য ও নিহত রত্না তাঁর খালাকে গাড়িতে তুলে দিয়ে উক্ত স্থানে অপেক্ষা করছিলো।
এসময় ঢাকা থেকে নওগাঁ গামী কোচ বাসের ধাক্কায় রত্না ঘটনাস্থলেই মারা যায় এবং মুমূর্ষু অবস্থায় শওকত ইসলাম কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কাহালু থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, পরিবারের পক্ষ থেকে কোন বাদি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দু'টি স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।