মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঘুরে ঘুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৮৮
ঘুরে ঘুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন
ঘুরে ঘুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এমপি সুমন

নওগাঁ-৬ আসনের সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন তার নির্বাচনী এলাকা রাণীনগর ও আত্রাই উপজেলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদুল আযাহার দিনের বিকেল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভ্যান, অটোচার্জার, সিএনজি চালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০জুন) সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন সকাল থেকেই রাণীনগর উপজেলার বিজয়ের মোড়, রেলগেইট, উপজেলা গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, পথচারী, স্থানীয় বাসিন্দা ও দোকানীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। একজন এমপি কখনোও জনগনের ঊর্ধ্বে নয়। প্রতিটি মানুষই চায় একজন এমপি তার সঙ্গে কুশল বিনিময় করুক। আর সেই সুযোগ আসে দুটি ঈদে। হাসি মাখা কথা দিয়ে খুব সহজেই একজন মানুষের হৃদয় জয় করা সম্ভব। তাই সেই সুযোগে আমিও চেস্টা করছি সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ইদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করতে। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান এমপি সুমন।

এসময় সাংসদের সঙ্গে ছিলেন সদর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, শ্রমিকলীগ নেতা রুস্তম আলী মন্ডল, যুবলীগ নেতা মীর মোয়াজ্জেম হোসেন লিটন, মিল্টন খন্দকার, নয়ন খাঁন, মামুন হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মালেক প্রমুখ। এছাড়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংসদের সঙ্গে ছিলেন। পরে সাংসদ উপজেলার কাটরাশইন গ্রামের হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে যোগদান করে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে গত বুধবার (১৯জুন) সাংসদের জন্মস্থান আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। সাংসদের এমন ব্যতিক্রমী কর্মকান্ড আগামীতে কাজ করতে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহের সঞ্চার করবে বলে মনে করছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com