মরদেহ না এবার বগুড়ায় করতোয়া নদীতে ভাসমান মানুষের হাতের দুটি কবজি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরতলীর মাটিডালি এলাকায় নদী থেকে উদ্ধার করেছে। বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদওয়া নুর রহিম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সকালে মাটিডালি এলাকায় করতোয়া নদীর পানিতে ভাসমান মানুষের দুই হাতের দুটি কবজি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে সেখানে পুলিশ গিয়ে দুই হাতের দুটি কবজি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত হাতের কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।