রংপুরের পীরগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১২জন বাসযাত্রী। বৃহস্পতিবার (২০ জুন) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রংপুর ছেড়ে আসা ঢাকাগামী বেস্টওয়ান পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় দুজন।
তিনি আরও জানান, এদের মধ্যে মিন্টু মিয়া (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিঠাপুকুর উপজেলার হৈবতখা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত দুজনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকি ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাস দুটিকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।
হানিফ বাসের একাধিক যাত্রী জানায়, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। বারবার যাত্রীরা বারণ করলেও চালক কোনো কথা শোনেননি। সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে