গাজায় হামাসের মর্টার হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন সেনা। বৃহস্পতিবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েলের।
নিহত সৈন্যদের নাম সার্জেন্ট ওমর স্মাদগা, বয়স ২৫। তিনি আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের সদস্য। বাকিজনের নাম সাদিয়া ইয়াকোব ডেরাই, বয়স ২৭। তিনি তেল আবিবের আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) সদস্য।
হামাস বৃহস্পতিবার মর্টার হামলার দায় স্বীকার করে বলেছে, তারা গাজা সিটির জায়তুন অঞ্চলের নিকটবর্তী একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু (টার্গেট) করেন।
ইসরায়েলি সেনাদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস। গোষ্ঠীটি জানায়, জয়তুন শহরে তেল আবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলার লক্ষ্য। গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৩১৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।