বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদেও আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও জেলা হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহা: আব্দুল মোমিন মন্ডল।
জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, জেলা হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ্ আলম খোকন, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনছুর, পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া, বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রতন রায়, সেলুন শ্রমিক ইউনিয়নের আফরোজসহ ২০ টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অবিলম্বে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।