খামার থেকে কোরবানীর গরু নিযে বাড়ীতে ফিরতে পারেনি নবম শ্রেণীর ছাত্র সাংবাদিকের নাতী আহনাফ তোহা।
ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন সোমবার ঈদের দিনে সকাল সাড়ে ৬ টায় বগুড়ার আদমদীঘির তেতুলিযা গ্রামের রাস্তায।
দোহা নওগাঁ জেলা স্কুলের শিক্ষক ও আদমদীঘি তেতুলিযা গ্রামের শহিদুজ্জামান তোতার ছেলে ও দৈনিক করতোয়া ও সমকাল পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমানের নাতী।
আদমদীঘিতে ইউপি সদস্যকে মারপিটে টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার এক
সাংবাদিক হাফিজার রহমান জানায়, তার ছেলে শহীদুজ্জামান তোতা ও তার নাতী আহনাফ দোহা সহ পরিবার নিয়ে নওগাঁতে বসবাস করেন ঈদুল আযহা উপলক্ষে পরিবার নিয়ে আদমদীঘি তেতুলিয়া গ্রামের নিজ বাসায় আসেন ঈদ পালন করতে।
কোরবানী ঈদ উপলক্ষে কোরবানীর গরু ক্রয় করে শালগ্রাম একটি খামারে রাখেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার সময় আহনাফ দোহা সহ চার জন একটি ভটভটি যোগে উপজেলার শালগ্রাম থেকে গরু নিযে বাড়ী ফিরার পথে মহাসড়ক থেকে নেমে তেতুলিয়া গ্রামের রাস্তায় পৌছলে ভটভটি উল্টে গিযে স্কুল ছাত্র আহনাফ দোহা মারাযায়। আহত হন তিন ব্যাক্তি।
এঘটনায আদমদিঘী থানায় ইউডি মামলা দায়ের করেন।