পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারাগেলো ভাই ওমর ফারুক (৬) -বোন ফাইজা (৮)। শুক্রবার (১৪ মে) মর্মান্তিক আর হৃদয়বিদারক ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে। নিহত ভাই বোন এ বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেনী আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
ভাই বোন মৃত্যুর বিষয়টি নিম্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিসার ইনচার্জ।
বড় বাড়ির সফিক জানান, জুম্মার নামাজের কারনে বাড়িতে পুরুষ ছিলো না। সবার অগোচরে শিশুরা বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পানিতে ডুবে ভাই বোন মারা যাবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।