মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতারণার অভিযোগে বহুল আলোচিত প্রধান শিক্ষক সাইদুর শ্রীঘরে

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি||
  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৭
প্রতারণার অভিযোগে বহুল আলোচিত প্রধান শিক্ষক সাইদুর শ্রীঘরে

বাগেরহাটের রামপালে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাটের বিজ্ঞ আদালত। আলোচিত হাওলাদার সাইদুর রহমান সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিয়ার রহমান উভয় পক্ষের শুনানী শেষে সাইদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়ীত্ব পালন কালিন সময়ে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ১১ লক্ষ টাকা ঘুষ আদায় করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ফান্ডের আরো দুই লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. অলিয়ার রহমান বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে বাগেরহাটের পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামী সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। আদালত শুনানী শেষে বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. জালাল। এরপূর্বে এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর তাকে বরখাস্ত করে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com