মোংলায় ঘুর্নিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল এলাকায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বহুলোকের বসতঘর ভেঙে নষ্ট হয়ে যায়।
এখনও অনেকে বসতঘর মেরামত করতে পারেনি।এমন সময়ে এ জেড ড্রেজিং পরিবার নামক একটি সংগঠন এগিয়ে আসে তাদের ঘর নির্মাণের সহযোগিতায়।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে ৩০টি পরিবারের মধ্যে ঘর তৈরি সরঞ্জাম বিতরণ করেছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল ও হাইডোলিক বিভাগের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেনসহ এ জেড ড্রেজিং পরিবারের অনেক সদস্য।
প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল ও হাইডোলিক বিভাগের প্রধান প্রকৌশলী শেখ শওকত বলেন, বন্যার কারনে গৃহহীন পরিবারের মাঝে এ জেড ড্রেজিং পরিবার ৩০টি ঘর তৈরি করার জন্য গোলপাতা, বাঁশ ও ঘর তৈরিতে ব্যবহৃত দড়ি ও জি আই পাইপ প্রদান করেছে। #