বগুড়ার কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু মুসা আল ফাহাদ (১৫) মৃত্যু হয়েছে।
কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। ফাহাদ সহ একদল শিক্ষার্থী শনিবার রাতে ঐ গ্রামের একটি দ্বিতল পাকা বাড়িতে পিকনিকের আয়োজন করে।
এ সময় হঠাৎ সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফাহাদ ঐ সাউন্ড বক্সে বিদ্যুতের তার দিয়ে সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলে।
ঐ রাতেই তাকে স্থানীয় কাহালু স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহাদ সিন্দুরাইল গ্রামের কুয়েত প্রবাসী মোঃ এরশাদুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুতে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।