‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গত ৮জুন শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আওফি খান, থানার এসআই এরশাদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ভূমি সেবা গ্রহিতা ইদ্রিস আলী প্রমুখ।
উদ্বোধনী সভার শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রধান অতিথি ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।