দুপচাঁচিয়ায় কালীবাড়ি মহাশ্মশান উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুকুরের গাইডওয়াল নির্মাণ কাজ শেষে ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়েছে।
গত ৮জুন শনিবার সকালে দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব।
উদ্বোধকের বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, আবু বক্কর সিদ্দিক, ইউনুছ আলী মহলদার মানিক, মন্দির কমিটির সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী প্রমুখ। এসময় পৌর কাউন্সিলর ও মন্দির কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। পৌরসভার অর্থায়নে ৬লাখ টাকা ব্যয়ে কালীবাড়ি মহাশ্মশানের পুকুরের এ গাইডওয়াল নির্মিত হয়েছে।