বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব নেওয়ার পর গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত সভাপতির নিজস্ব কার্যালয়ে শ্রমিক দলের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার পণ্ডিতের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, আন্ত:জেলা ট্রাক চালক সমিতি সিনিয়র সহ সভাপতি জুয়েল সরদার, শ্রমিক নেতা রাজু হোসেন, সাঈদ হোসেন, হাবিবুর রহমান, মুক্তার হোসেন, আব্দুর রশিদ, রহমান মিয়া, আব্দুল মজিদ, আরিফ হোসেন, সুজন আলী, শহিদুল, হীরা, রনি প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বলেন, জাতীয়তাবদী শ্রমিক দলের একজন দায়িত্বশীল পদে থেকে আব্দুল মান্নান ড্যামি নির্বাচনে উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে তাকে দলীয় সকল পদ পদবী থেকে অব্যহতি প্রদান করা হয়। কিন্তু অব্যহতি দেওয়ার পরও দলীয় কার্যালয় ব্যবহার করে অবৈধ ভাবে মিটিং করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর সেই সাথে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে এক হয়ে কাজ করার আহবান জানায়।