ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীতে অনুমতি ছাড়া কোরবানির পশুর হাট বসালে পশুসহ মালিককে ধরে নিয়ে যাওয়া হবে।
আজ শুক্রবার (৭ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে দুটি স্থায়ীসহ মোট ১৯টি কোরবানির পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত জায়গার বাইরে আশপাশের এলাকা বা সড়কে কোনো ধরনের গরু রাখলে সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, এক হাটের গরু আরেক হাটে জোর করে নেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাস্তায় পশুর হাট বসানো নিয়ে তিনি বলেন, প্রত্যেক হাটের ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে। রাস্তা বন্ধ করে পশু নামালে বা রাখা হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিম রাখা হয়েছে।
হাটের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতিটি হাটে ক্রেতা ও বিক্রেতা যেন নিরাপদে কেনাকাটা করতে পারে সেজন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রতি জোনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল থাকবে। যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে আইন শৃংখলা বাহিনী। এক হাটের গরু যেন অন্য হাটে না নেয়া হয় সেই বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।