:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইজি প্রসেস কোচিং সেন্টারের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে সান্তাহার পালকি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও কোচিংয়ের পরিচালক অনিত পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর সত্বাধীকারি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুজ্জামান ছোটন, শিক্ষক সরদার রনি, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আহসান হাবীব শিমুল প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন সামগ্রী তুলে দেওয়া হয়।