বাগেরহাট পৌরসভার মুনিগঞ্জ ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এর অফিসে বাগেরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এক সভা ৩জুন সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পৌর কাউন্সিলর জেলা আওয়ামী লীগ নেতা সরদার শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ রায়, উপসহকারী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রজেক্ট কর্মকর্তা মোঃমোক্তাদ্দির রাব্বি,নাজবুস সাকির ও মোঃ মিঠু হাওলাদার প্রমুখ। আলোচনা সভা শেষে নাজবুস সাকিরকে সভাপতি ও মোঃ মিঠুকে সাধারন সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কমিটি গঠন করা হয়।