বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে একটি জ্বালানি তেল ও গ্যাসের দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্টের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়
শনিবার (১ জুন) দিবাগত রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে এ আগুনের সূত্রপাত হয়।
উপজেলা প্রশাসন বলছে, কয়েক মাস আগেই মিলন ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে দাহ্য পদার্থ রাখার দায়ে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
শেরপুরের ইউএনও সুমন জিহাদী বলেন, তিন মাস আগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে মহাসড়কের পাশ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান মালিক সরে যাওয়ার জন্য কিছু সময় প্রার্থনা করেছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ ধরনের সব প্রতিষ্ঠান যেগুলো অনুমোদনহীনভাবে মহাসড়কের ধারে গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলার জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়তে থাকে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর পানি ফুরিয়ে গেলে প্রায় আধাঘণ্টা আগুন নেভানোর কাজ বন্ধ ছিল। আর এ সময়ের মধ্যে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। থেমে থেমে গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে। পরে পাশের একটি জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণের সময় উৎসুক জনতাকে সামাল দিতেও হিমশিম খেতে হয় প্রশাসনকে।
ভয়াবহ এই আগুনে মহাসড়কের পাশে থাকা এগারো কেভি বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে যাওয়ায় আশপাশের এলাকায় বিদুৎ সরবারহ বন্ধ আছে। নেসকোর একটি দল বিদুৎ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে৷
বিদুৎ অফিসের কর্মচারী আব্দুস সামাদ বলেন, আগুনে অনেক তার পুড়ে গেছে।