দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
আজ শুক্রবার (৩১ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে।
এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর কথা বলছেন এই আবহাওয়াবিদ।
শুক্রবার (৩১ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ