ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি। এবার তার ‘হারল্যান স্টোর’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, চিত্রনায়ক শাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ মে) বেলা ১২টায় তিশা শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটি থেকে জানা যায়, শাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা।
এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হারল্যানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের।’‘আমি বিশ্বাস করি, ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারল্যানের অথেনটিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট।’
একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান, খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটে লেটে দেখা যাবে।