দুপচাঁচিয়া উপজেলার তালােড়া শাহপাড়ার ৬বছরের হাফিজুল ইসলামকে বাঁচাতে বিত্তবানদর প্রতি আহবান জানিয়েছেন তার পিতা আব্দুস সালাম।
হাফিজুল জন্মর পর থেকেই হার্ট ছিদ্র ও ভাল্ব নষ্ট। সে দুপচাঁচিয়ার তালােড়া ইসলামিয়া নূরানী কেজি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে।
চিকিৎসা করতে প্রায় ৬লাখ টাকা প্রয়ােজন। আব্দুস সালাম হতদরিদ্র হওয়ায় তার পক্ষ এত টাকা জােগাড় করা সম্ভব নয়।
এজন্য তিনি সমাজের দানশীল বিত্তবানদের প্রতি সহযােগিতার আবেদন জানিয়েছেন। হাফিজুলের মাতার ব্যাংক এ্যাকাউট মােছাঃ হাসনা বেগম, হিসাব নং- ০২০০০১৫৭২৬৬৮৯, অগ্রনী ব্যাংক(পিএলসি), তালােড়া শাখা অথবা আব্দুস সালামের ০১৭২১-৬৩৫১৯৮ (বিকাশ) নম্বর সাহায্য পাঠানার জন্য অনুরােধ করেন।