দুপচাঁচিয়া উপজলার গুনাহার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘােষণা করা হয়ছে। গত ৩০মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে মিলনায়তনে ১কােটি ৫৯লাখ ১২হাজার ৫’শ ৬০টাকার উন্মুক্ত বাজেট ঘােষণা করেন ইউপি চেয়ারম্যান নূর মােহাম্মাদ আবু তাহের।
বাজেট আয় ধরা হয়ছে ১কােটি ৫৯লাখ ১২হাজার ৫’শ ৬০টাকা ও ব্যয় ধরা হয়ছে ১কােটি ৫৭লাখ ৯২হাজার ৫’শ ৬০টাকা এবং উদ্বত্ত ১লাখ ২০হাজার টাকা। এ উপলক্ষে এক আলােচনা সভা ইউপি চেয়ারম্যান নূর মােহাম্মাদ আবু তাহের এর সভাপতিত্বে ও সচিব পলাশ কুমারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জানাত আরা তিথি। অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরফিন, বীরমুক্তিযাদ্ধা লােকমান আলী, তালুচ সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক আনােয়ার হােসন, ইউপি সদস্য মনােয়ার হােসেন চেধুরী লিখন, লিপ্টন খান, আব্দুর রহমান, ইদ্রিস আলী প্রমুখ।
এসময় পরিষদের হিসাব সহকারী মনিরুজ্জামান, বীরমুক্তিযােদ্ধাগণ, পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তি ছিলেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিষদ চত্বর দু’টি ফলদ গাছের চারা রােপণ করেন।