বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে ফুলেল শুভেচ্ছা দেওয়ার অভিযোগে সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নানকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস.আলম স্বাক্ষরিত একটি অব্যহতি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
অব্যহতি পত্রে উল্লেখ করা হয়েছে, সদ্য সমাপ্ত আদমদীঘি উপজেলা পরিষদের ড্যামি নির্বাচনে আওয়ামী চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান।
গত ২৫ মে ফুলেল শুভেচ্ছা প্রদানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে দলীয় সকল পদ পদবী থেকে অব্যহতি প্রদান করা হয়। সেই সাথে ওই কমিটির সিনিয়ার সহ সভাপতি মাসুদ রানা কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।