বগুড়ার আদমদীঘির কুসুম্বী বাজার থোকে ছিনতাই হওয়া ধান বোঝায় ট্রাক শরিয়তপুর থেকে উদ্ধার সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শরিয়তপুরের গোসাইরহাটের সাবেরপাড়ার মোজাম্মেল সরদারে ছেলে লিংকন ও ডামুড্যা থানার ফুলকুড়ি গ্রামের শুকুরের ছেলে ওয়াহেদুল জামান টুটুল।
জানাযায,আদমদীঘির নশরতপুর এলাকার সাহিন ট্রাকের মালিকদের নিকট হইতে ট্রাক ভাড়া নিযে বিভিন্ন আড়তের ধান চাল গম পরিবহনের জন্য ভাড়ায পাঠায় এরধারাবাহিকতায গত ১৮ মে ট্রাকের মালিক শফিকুল ইসলাম হান্নানের ট্রাক ভাড়া করে মুরইরের রতন সাহার আড়তে ভাড়া দেই। রতন সাহা আদমদীঘির কুসুম্বী বাজার হইতে ২১৫ বস্ত ধান বোঝায করে ট্রাকটি নারাযনগঞ্জ জেলার গন্দবপুর তালতলা রুপসীতে অবস্থিত মেসার্স অটো রাইচ এন্ড ডাল মিলের উদ্দেশ্যে রওনা দেয। গন্তব্যস্থানে ধান বোঝায ট্রাক পৌঁছার খবর জানার জন্য মোবাইর ফোনে গাড়ীর ড্রাইভার জাহাঙ্গীরের নিকট ফোন করলে তার ফোন বন্ধ পাই। কোন খবর না পাওযায নারায়নগঞ্জ রাইসমিলে ফেন দিয়ে যানতে পারে যে সেখানে ট্রাক পৌছেনা এই খবর জানার পর সাহিন বাদী হয়ে আদমদীঘি থানায় ড্রাইভার জাহাঙ্গীর আলম সহ অজ্ঞাত নামার বিরুদ্ধে মামলা দায়ের করলে। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দীন তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে শরিয়তপুর জেলার গোসাইগাড়ী থানার কোদালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ট্রাক ও একটি গোডাইন থেকে ৭১ বস্তা ধান উদ্ধার করেন পুলিশ।
আদমদীঘি থানা ওসি রাজেশ কুমার চক্রবতী ট্রাক ও ধান উদ্ধার কথা নিশ্চিত করে বলেন দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ড্রাইভার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।