বগুড়ার আদমদীঘির সান্তাহার পাওয়ার প্লান্টের সামনে অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য বিকাশ ব্যবসায়ী মিজানুর রহমানের পথরোধ করে ছুরিকাঘাতে আহত করে দুই লাখ আশি হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত ২২ মে বুধবার রাত সাড়ে ৯ টার সময় সান্তাহার টু মালশন রাস্তার পাওয়ার প্লান্ট বিদ্যুৎ অফিসের সামনে ঘটনা ঘটে।
এঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভোক্তভুগির পরিবার সুত্রে জানাযায়।
জানাযায়, আদমদীঘির মালশন গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনির সদস্য বিকাশ ব্যবসায় মিজানুর রহমান প্রতিদিনের মতো গত ২২ মে সন্ধা ৯ টায় ব্যবসার কার্যক্রম শেষ করে দোকান ঘর বন্ধ করে রওনা দেয়। মোটরসাইকেলযোগে সান্তাহার মালশন রোডে পাওয়ার প্লান্টের সামনে পৌছলে, তিনজন ছিনতাইকারীরা মিজানুর রহমানের মোটরসাইকেলের পথরোধকরে মারপিটে ছুরিকাঘাতে আহত করে বিকাশে ব্যবসার দুই লাখ আশি হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা আহত মিজানুর রহমানকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়।
এসআই হয়রত আলী বলেন, ছিনতাইয়ের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবতী বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি তবে অভিযোগ পাইনাই অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।
একাত্তরের দেশ