বগুড়ার আদমদীঘির কেশরতা গ্রামের বঙ্গবন্ধু সৃতি সংঘে শিশু কিশাের বৃদ্ধসহ ৮০ জন ব্যাক্তির রান্না করা খাবারে তান্ডব চালিয়েছেন এসিল্যান্ড ফিরােজ হােসন। রান্না করা খাবার খেতে না পেরে সারারাত শিশু কিশাের বৃদ্ধ সহ ৮০ মানুষ অনাহার থাকতে হযেছিলো সেইদিন।
ঘটনাটি বিভিন পত্রিকায় প্রকাশর পর তদন্তে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন।
জানাযায়, বগুড়ার আদমদীঘির কেশরতা পশ্চিমপাড়া বঙ্গবন্ধু সৃতি সংঘে ঐ গ্রামের শিশু কিশাের, বৃদ্ধ সহ ৮০ ব্যাক্তি নিজ নিজ বাড়ী থেকে চাল ও টাকা উত্তােলন করে পিকনিকের আয়ােজন করেন।
রান্না শেষের দিকে কিছুক্ষণ পড় রান্না করা খাবার খেতে বসবেন। এসময় আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার ভুমি এ্যসিল্যান্ড ফিরােজ হােসেন তার পুলিশ ফাের্স নিয়ে সেখান তান্ডব চালিয়ে রান্না করা খাবারে আবর্জনা সহ ছাগলের গবর ঢেলে দিয়ে নষ্ট করলেন ৮০ জন মানুষের মুখের খাবার।
শুধু তাই নয় খাবারে আবর্জনা ঢেলে দিয় তার নিজস্ব ড্রাইভারকে দিয়ে রান্নার হাতা লাগিয়ে ঘেটে দিলেন রান্না করা খাবার। কিছু বলতে গেলেই জনগনক গ্রেপ্তার করে জেলে ভরে দিবেন বলেও হুমকি দেন এসিল্যান্ড। শিশু কিশাের বৃদ্ধ সহ ৮০ জন মানুষ খাবার খেতে না পেয়ে সারারাত অনাহারে থাকেন।
এদিকে বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে গত ২২ মে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন এসময় আদমদীঘি উপজলা নির্বাহি অফিসার রুমানা আফরােজ, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সহ গ্রামের শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
কেশরতা গ্রামের নিজাম উদ্দীন,নজরুল ইসলাম,ডালিম হােসেন লিখিত বক্তব্য জমা দেন অতিরিক্ত জলা প্রশাসক (রাজস্ব) এর নিকট।
বক্তব্য তারা বলন, গত ১৯ মে কেশরতা গ্রামের ৮০ জন ব্যাক্তি নিজ নিজ বাড়ী থেকে চাল ও টাকা উত্তােলন করে পিকনিকের আয়োজন করেন। তাদের রান্না শেষের দিকে কিছুক্ষণ পর খাবার খাবেন ঠিক সেই মূহুর্ত এসিল্যান্ড পুলিশ ফাের্স নিয়ে সেখান উপস্থিত হয়ে কােন কিছু না শুনে খাবারের মধ্যে আবর্জনা সহ ছাগলের গবর দিয়ে রান্নার হাতা দিয়ে ঘেটে দেয়। নিরুপায় হয়ে শিশু কিশোর বৃদ্ধ সহ ৮০ জন ব্যাক্তি খাবার খেতে না পেয়ে অনাহারে বাড়ী ফিরে রাত্রি যাপন করেন। এই খাবার নষ্ট করা এসিল্যান্ড ফিরাজ হােসেনের শাস্তি দাবী করেন গ্রামবাসী ।
আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, গরীবের খাবার যারা নষ্ট করে তার দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া প্রয়ােজন।
অতিরিক্ত জলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন ঘটনাস্থান পরিদর্শন করে বলেন, খাবারে আবর্জনার দেয়ার বিষযটি দেখেছি গ্রামর তিনজন ব্যাক্তির লিখিত বক্তব্য নিয়েছি বিষযটি উদ্ধর্তন কর্তপক্ষের নিকট জানাবো তিনি বিষয়টি দেখবেন।
একাত্তরের দেশ